নওগাঁর রাণীনগরে আবাদপুকুর বাজারে পূবালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/Raninagar-Pic-28-11-241-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে পূবালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বাজারের চারমাথাস্থ্য পলক সুপার মার্কেটের ২য় তলায় ২১৭তম এই উপশাখার উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি নওগাঁ জেলা শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন বগুড়া অঞ্চলের অঞ্চল শাখা ব্যবস্থাপক এএসএম রায়হান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো: রকিবুল্লাহ। এছাড়া আবাদপুকুর উপশাখা প্রধান ইদ্রিস আলী,বিশিষ্ঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন বিএ, হেলাল উদ্দীন হেলু মন্ডল, আনিসুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শওকত রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন