নওগাঁর রাণীনগরে গোয়াল ঘর থেকে গরু চুরি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG_20241206_231033.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিমপুর সরদারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান মিলনের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরের তালা খুলে প্রায় এক লক্ষ ২০হাজার টাকা মুল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) মসলেম উদ্দীন জানান, চুরির ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন