নওগাঁর রাণীনগরে চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ রাখার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পারইল গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম জানায়,পারইল গ্রামের ব্যবসায়ী দ্বিনেশ চন্দ্র পার্শ্ববতি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ধান-চালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে মজুদদারের বিরুদ্ধে অভিযান শুরু হলে দ্বীনেশ চন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৩৫০বস্তা চাল বাড়ীতে অবৈধভাবে মজুদ রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পারইল গ্রামে দ্বিনেশ চন্দ্রের বাড়ীতে অভিযান চালিয়ে কৃষি বিপনন আইনে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত চাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল হক,উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম,পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানসহ থানাপুলিশ উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন