নওগাঁর রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার


নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, মাদককারবারী, সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সোহেল রানা উপজেলা ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
এছাড়া শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০) কে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মন্ডল (৫৮)কে মাছ চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদ প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সামাদ উপজেলার ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন