নওগাঁর রাণীনগরে দুই ইট ভাটার মালিককে জরিমানা
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই ইট ভাটা মালিককে মোট ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান মঙ্গলবার সন্ধায় উপজেলার কাশিমপুর চকাদিন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
আদালত সুত্র জানায়,নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এর অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড হাফিজার রহমান চকাদিন এলাকায় মেসার্স দ্বিপ ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার এবং একই এলাকায় মেমার্স রিফাত ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক জানান,অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে ফসলি জমি থেকে মাটি কেটে সংগ্রহসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ২০১৩সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনে এই অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন