নওগাঁর রাণীনগরে নিহত যুবদল নেতার পরিবার পেলেন তারেক রহমানের ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের প্রতিবছরের ন্যায় নওগাঁর রাণীনগরের যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা যুবদলের সদস্য ওমরের স্ত্রীর হাতে এই ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়। নিহত ওমর উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া গ্রামের বাসিন্দা।

এদিন সদরের সরকারী পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী তুলে দেয়ার সময়, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম রওশন, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, সিরাজ-এ আলম, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বিএনপির ডাকা গণতান্ত্রিক আন্দোলনে ২০১০ সালের ৭জুলাই নওগাঁয় বিক্ষোভ মিছিল চলাকালে স্টোক জনিত কারণে মারা যান যুবদল নেতা এনামুল হক ওমর। তিনি রাণীনগর উপজেলা যুবদলের সদস্য ছিলেন।