নওগাঁর রাণীনগরে প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Raninagar-Pic-17-01-24-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা কেন্দ্র সদরের এচাহক টাওয়ারে তিন শতাধীক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
প্রশিকার এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো: নুর হোদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,রাণীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদি মাসুদ ও রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম ইসলাম মিলন।এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রশিকার অন্যান্য কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন