নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলীর ইন্তেকাল

নওগাঁর রাণীনগরের বিশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা এম এম ছোলায়মান আলী(৭৫) ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, পারইল উচ্চ বিদ্যালয় ও পারইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির দুইবার করে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।
তিনি অন্যায়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে একজন প্রতিবাদী মানুষ ছিলেন। বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদ অফিসের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। শুক্রবার জুমার নামায শেষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন