নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Raninagar-Sonali-Bank-Pic-26-07-2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক পিএলসি’র রাণীনগর শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর শাখার নিচতলায় এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
এদিন ভার্চুয়ালী যুক্ত হয়ে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওলিউজ্জামান। পরে সোনালী বাংক রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আঃ হাকীমের সভাপতিত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রাণীনগর টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার, আবাদপুকুর শাখার ম্যানেজার শাকিনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহানা ফেরদৌস, সাধারণ সম্পাদক আফতাব হোসেন, রাতোয়াল বিশ^কবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন