নওগাঁর রাণীনগরের মেঘনা অধ্যয়ন কেন্দ্রে বই বিতরণ
নওগাঁর রাণীনগর উপজেলা গুয়াতা বাঁকাপাড়া গ্রামের যুবক রবিউল সরদার এর নিজ উদ্যোগে গড়ে তোলা মেঘনা অধ্যয়ন কেন্দ্রে বিনা মূলে বই বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারী) বিকেলে নিজ কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে ওই গ্রামের প্রবীণ ব্যাক্তি আলহাজ¦ নওশের আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর প্রেস ক্লাবরে সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,গুয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন,গুয়াতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য প্রশাস্ত সরকার,সাংবাদিক সাহাজুল ইসলাম,কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল সরদারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন