নওগাঁয় মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁয় মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মান্দা প্রেসক্লাবের হল রুমে আয়োজিত আলোচনা সভায় মোহনা টিভির মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর ও নওগাঁ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি নুরে এ আলম সিদ্দিকী, মান্দা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক হোসনে আরা হীরা,সহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ,জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি উপস্তিত ছিলেন।
এসময় বক্তারা মোহনা টেলিভিশনের উত্তর উত্তর সাফল্যে কামনা করেন। পরিশেষে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা জিয়াউল মজুমদারের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন