নওগাঁয় র্যাবের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
নওগাঁয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাকে জেলার বাদলগাছী থানাধীন চাকলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেক জানাগেছ, র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে রবিবার রাত সাড়ে ১০টায় জেলার বাদলগাছী থানাধীন চাকলা এলাকা হতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা বাদলগাছী থানাধীন চাকলা এলাকার মোঃ মোজাম্মেল হক মন্ডলের ছেলে মোঃ নাসির হোসেন(২৫)কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, মোঃ নাসির হোসেন উরফে পাঙ্কু হল ৩ জনের একটি সিন্ডিকেটের মুলহোতা।
যেখানে সবাই ২০১৮ সাল থেকে দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কাজ করছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে বা কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ২০১৯ সালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার পর দুই প্রার্থী তাদের ভূয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।
র্যাব-৫ এর একটি চৌকশ অভিযানিক দল কয়েকটি ভূয়া নিয়োগপত্রসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন