নতুন চাকরি, এই ভুলগুলো করছেন না তো!

বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কলেজ পর্বের শেষে ২৩-২৪ বছর বয়সে আর্থিক স্বাধীনতা পেয়ে থাকেন। স্বাভাবিকভাবেই তখন সেই উপার্জিত অর্থ, নিজের ইচ্চামতো খরচ করার আনন্দ পেয়ে বসে।

অবশ্যই খরচ করুন। কিন্তু, তার পাশাপাশি সেই কষ্টার্জিত অর্থের কিছুটা হলেও, সু-পথে জমানোও উচিত। জানুন বিশেষজ্ঞের মত-
কর্মজীবনের শুরুতে এমন কী কী ভুল করি আমরা, যা পরবর্তীকালে অসুবিধায় ফেলতে পারে আপনাকে। জেনে নিন এমনই ৫টি ভুল—

১। প্রথম থেকেই একটি লক্ষ্য তৈরি না করা
নিজের অর্জিত টাকা নিয়ে মজা করুন। কিন্তু, তার পাশাপাশি একটি ‘ফাইন্যান্সিয়াল গোল’ অবশ্যই তৈরি করুন। এর ফলে, সেভিংস ও ইনভেস্টমেন্ট সঠিক দিশায় থাক।

২। ‘এমারজেন্সি ফান্ড’ তৈরি না করা
সেভিংস, ইনভেস্টমেন্ট-এর পাশাপাশি একটি এমন ফান্ড রাখুন, হঠাৎ প্রয়োজন হলে যেখান থেকে টাকা খরচ করতে পারবেন। অল্প বয়সে এই কাজ করেন না বেশির ভাগ মানুষ।

৩। ইনসিওরেন্স না করা
প্রথম জীবনেই যদি একটা একটা করে ইনসিওরেন্স করা যায়, তা হলে পরবর্তীকালে গিয়ে অসুবিধা হয় না। কিন্তু, এই ব্যাপারটি নিয়ে অনেকেই সে ভাবে ভাবেন না।

৪। অবসরের পরে কোন সেভিংস না রাখা
প্রথম জীবনে প্রায় প্রত্যেকেই ভাবেন— ‘বুড়ো বয়সের জন্য সময় আছে তো’। কিন্তু, সময় কখন বয়ে যায় তা ভাবতেও পারবেন না।

৫। লোন বা ক্রেডিটের হিসেব না রাখা
কোথাও থেকে লোন নেওয়ার আগে অবশ্যই সব রকম তথ্য জেনে নিন। কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। খবর এবেলার।