নতুন দিগন্তের উন্মোচন : বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/IMG_20210812_175224-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাথে যমুনা নদীতে (সীট্রাক) ফেরি সার্ভিস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরী সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারগঞ্জ- মেলানদহ এলাকার সংসদ সদস্য মির্জা আজম ও সোনাতলা-সারিয়াকান্দী আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমূখ।
ফেরি সার্ভিস উদ্বোধন শেষে জামথল ঘাট থেকে ফিরে দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বগুড়া জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ফেরি ঘাটের ইজাদার জাহিদুর রহমান উজ্জল গণমাধ্যমকে জানান, ফেরীতে একশটি আসন রয়েছে। এছাড়াও কার, মাইক্রোবাস, পণ্যবাহী মিনি ট্রাক পারাপার হবে। ফেরি সার্ভিস চালু হলে ৪৫ মিনিটে যাত্রীরা নদী পার হতে পারবে । বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হবে।
এদিকে ফেরি সার্ভিস চালুর ফলে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে বলে জানিয়েছেন চরাঞ্চলবাসী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন