নতুন প্রেমে পড়েছেন বিরাট!
আইপিএলের দশম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সময়টা কিন্তু মোটেই ভাল যাচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। একের পর এক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বহু আগেই ছিটকে গিয়েছে আরসিবি। ব্যাটেও এবার অফ ফর্ম চলছে ক্যাপ্টেন কোহলির। তবে এরমধ্যেই অবশ্য নতুন উপহার পেলেন ভারত অধিনায়ক।
বৃহস্পতিবার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি-র ভারতে নিযুক্ত মুখ্য কর্মকর্তা রাহিল আনসারি একটি অডি কিউ৭ গাড়ি উপহার হিসেবে দিলেন বিরাটকে। আর নতুন গাড়ি পেয়ে বেশ খুশি বিরাট। তিনি নাকি নতুন গাড়ির প্রেমে পড়েছেন।
এদিন রাহিল আনসারি নিজেই বিরাটের হাতে অডি কিউ৭ ৪৫ টিডিআই গাড়ির চাবিটি তুলে দেন। পাশাপাশি কোহলির ভূয়সী প্রশংসাও করেন। তিনি জানান, ‘অডি- গাড়িগুলির সঙ্গে বিরাটের চরিত্রের অনেক মিল রয়েছে। গাড়িগুলির মধ্যে যে যে গুণ রয়েছে, মাঠে হোক বা মাঠের বাইরে বিরাটের মধ্যেও সেই গুণগুলি নজরে পড়ে। যেমন- রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি অডি গাড়ি যে দাপট দেখায়, নিজের খেলার মধ্যে দিয়েও বিরাট সেই দাপট দেখান। যুব সমাজের কাছে বিরাট যেমন হার্টথ্রব, তেমনি অডি গাড়িও। ভারত অধিনায়ককে অডি কিউ লাইফে স্বাগত জানাই। আমরা খুশি ভারত অধিনায়ক আমাদের গ্রাহক। ’
এই গাড়িটি উপহার পেয়ে খুশি বিরাট নিজেও। তিনি বলেন, ‘বহুদিন ধরেই আমি অডি-র গ্রাহক। এই সংস্থার পক্ষ থেকে অনেক ভাল ভাল অফার পেয়েছি। গাড়ির ক্ষেত্রে আমি অডিকে সবসময় ভরসা করতেই পারি। কিউ ৭ লঞ্চ করার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। শেষপর্যন্ত আমার গ্যারাজে গাড়িটি আসায় আমি খুব খুশি। ’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন