নতুন বছরের কনসার্টে কুবিতে বে অফ বেঙ্গল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ব্যান্ড দল প্লাটফর্ম এর আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল বে অফ বেঙ্গল পারফর্ম করেছে। এছাড়া এই কনসার্টে প্লাটফর্ম সহ আরো তিনটি ব্যান্ড দল এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন অংশ নিয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন খোলা মাঠে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই কনসার্ট শুরু হয়ে রাত ১২ টায় শেষ হয়।
এ কনসার্টে মঞ্চ ভাগাভাগি করেছে
আর্ট অফ হ্যাভেন, একাইনাস, প্লাটফর্ম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এবং ব্যান্ডদল বে অফ বেঙ্গল।
দীর্ঘদিন পর ক্যাম্পাসে এরকম কনসার্টের আয়োজনে আনন্দিত শিক্ষার্থীরা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের রিসোর্স স্বল্পতার জন্য এ ধরনের কনসার্টের আয়োজন খুব কমই হয়। নতুন বছরের নতুন মাস শেষ হওয়ার আগেই এরকম একটা কনসার্ট পেয়ে সত্যি অনেক আনন্দ বোধ করছি। পড়াশোনার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর এরকম আয়োজন প্রশংসনীয়। ‘
কনসার্টের আয়োজক ব্যান্ডদল প্লাটফর্ম এর সদস্য ইমাম হোসেন মাসুম বলেন, ‘ অনেকদিনের ইচ্ছা ছিল এরকম একটি আয়োজন করার। অবশেষে সাফল্যের সাথে করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের শেষ সময়ে এসে এমন আয়োজন স্মৃতি হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরেছি এটাই সবচেয়ে বড় পাওয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন