নবনির্বাচিত প্রধানমন্ত্রীর স্ত্রীকে গুলি করে হত্যা
আফ্রিকার দেশ লেসোথোর নবনির্বাচিত প্রধানমন্ত্রী থমাস থাবানের (৭৮) স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। শপথের পূর্বেই মানসিকভাবে বিপর্যস্ত প্রধানমন্ত্রী থমাস থাবান।
দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী থাবানের স্ত্রী লিপোলেলো থাবানে গতকাল বুধবার তার এক বান্ধবীসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অজ্ঞাত হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিপোলেলো নিহত হন। গুলিবিদ্ধ হন তার বান্ধবী। পুলিশ বলছে, হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
৫৮ বছর বয়সী লিপোলেলো ২০১২ সাল থেকেই স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। এর মধ্যে তারা বিবাহবিচ্ছেদেরও আবেদন করেন। তবে এখনো সেই আবেদনের নিষ্পত্তি হয়নি। এদিকে তিনি আদালতে আইনি লড়াই করে থাবানের ছোট স্ত্রীকে হারিয়ে হবু ফার্স্ট লেডির মর্যাদা পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।
প্রধানমন্ত্রী থাবানের রাজনৈতিক দল অল বাসোথো কনভেনশন পার্টির মহাসচিব সামোনিনে এনটিসেকেলে বলেন, এ খবরে থাবানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে থাবানে জয়ী হন। রাজনৈতিক অস্থিতিশীল দেশটিতে গত তিন বছরের মধ্যে এটা ছিল তৃতীয় নির্বাচন। প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটার আয়তন ও ২০ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ লেসোথোর চারদিকে ঘিরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দেশটিতে ক্ষমতা নিয়ে বহুপক্ষীয় দ্বন্দ্ব রয়েছে। সেনাবাহিনীতে এখনো থাবানের শুক্র রয়েছে। দুর্ঘটনার পর নির্ধারিত সময়ে থমাস থাবানের অভিষেক অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে তার দল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন