নবান্ন
বারো মাসে তেরো পার্বণ ,
করা যায় না তো কোনটাই খন্ডন।
নতুন ফসল নতুন অন্ন,
গড়ে তুলে আমাদের নবান্ন।
কার্তিক মাসের শেষে
আমাদের এই বাংলাদেশে কৃষকেরা কাটে নতুন ধান,
কৃষক পাড়ায় ছড়িয়ে পড়ে সেই ধানেরই ঘ্রাণ।
পিঠা পুলির ধুম পড়ে যায় সকল পাড়ায় পাড়ায়,
জামাই আসে শ্বশুরবাড়ি সুগন্ধী ছড়ায় নতুন চালের পিঠা ,পায়েস মুড়ি আর খৈ, চাই সাথে খাঁটি গুড় আর দই।
আনন্দে সবাই আত্মহারা নবান্ন উৎসবে মেতে উঠবে কৃষক পাড়া।
মোঃ মোজাফ্ফর আলী
সহকারী শিক্ষক ৫ নং সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন