নবীন-প্রবীণের সমন্বয়ে হবে মন্ত্রিসভা : ওবায়দুল কাদের
নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দ্বাদশ জাতীয় নির্বাচনে নবনির্বাচিত এমপি হিসেবে শপথগ্রহণ ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আলাপকালে মন্ত্রিসভা ও বিরোধী দলের নেতা কে হতে চলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেবিনেটের এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনিই বলতে পারবেন আকার কেমন হবে।’
বিরোধী দলের বিষয়ে তিনি আরও বলেন, ‘স্পিকার ও প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন