নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এড. আসাদুজ্জামানের স্মরণসভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/o.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ ফেব্রয়ারি) জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলা পরিষদ কার্যালয়ে প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুঁইয়াসহ পরিষদের সদস্যবৃন্দ। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় স্মরণ সভা।
এতে আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারন অর রশিদ খান, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীর, রায়পুরা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা প্রমুখ।
এছাড়া বিকালে তাঁর প্রতিষ্ঠিত সদর উপজেলার নজরপুরের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ে এডভোকেট আসাদুজ্জামানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করা হয়। এডভোকেট আসাদুজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরল ইসলাম হিরন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরল ইসলাম বাবু এমপি।
এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের রাঙ্গামাটিয়া কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ আওয়ামী লীগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন