নরসিংদীতে আরও ১০২ শনাক্ত, ও শনাক্তের হার ৫২.২৮%
নরসিংদীতে গত চব্বিশ ঘন্টায় ১৭৫ টি নমুনা পরীক্ষায় আরও ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৫৮.২৮ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪৫ জন ও পলাশ উপজেলায় ৫৭ জন।
এ নিয়ে নরসিংদী জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৭ হাজার ১৪১ জন, মৃত্যু ৭১ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ১৪১ জনসহ মোট আইসোলেশনমুক্ত ৫ হাজার ২২৩ জন। আজ শনিবার (৩১ জুলাই ) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরল ইসলাম এসব তথ্য জানান।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৯ জন, শিবপুর উপজেলায় ৭৭২ জন, পলাশ উপজেলায় ১ হাজার ১৭৬ জন, মনোহরদী উপজেলায় ৩৭০ জন, বেলাব উপজেলায় ৪২৭ জন ও রায়পুরা উপজেলায় ৩৮৭ জন।
বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭১ জন ও সন্দেহজনক রোগী ৩৮ জনসহ মোট ১০৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন ও রেফার্ডকৃত ৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় ১৩ জন করোনা রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
এ পর্যন্ত করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৭ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও শিবপুর উপজেলায় ৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন