নরসিংদীতে একদিনে আরও ২২ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে একদিনে নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৩৬৪ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আইপিএইচ এর পরীক্ষায় ২১ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, পলাশে ৮ জন, শিবপুরে ৫ জন ও মনোহরদীতে ৬ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ২৬৯৩ জন, শিবপুরে ৩৭৭জন, পলাশে ৬২৯ জন, মনোহরদীতে ২৪৭ জন, বেলাবোতে ১৯৪ জন, রায়পুরাতে ২২৪ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৮০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১২৭ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১১ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন