নরসিংদীতে পুলিশের হাতে টেঁটা তুলে দিল গ্রামবাসী
নরসিংদীর করিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশের হাতে টেঁটা তুলে দেয় গ্রামবাসী।
জানা গেছে, করিমপুর ইউনিয়নের বঘারগত গ্রামে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহেদ আহামেদের উপস্থিতিতে টেঁটাযুদ্ধের অবসান এবং দুই পক্ষের সদস্যদের মিলিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের হাতে ২০০-এর বেশি দেশীয় অস্ত্র টেঁটা তুলে দেয় উভয় পক্ষের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত, ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, এই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে বিভিন্ন ছোটবড় পক্ষ টেঁটাযুদ্ধ নামক ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ যাতে পুনরায় আর না হয়, তাই গ্রামের প্রভাশালী বাচ্চু মেম্বার, সানাউল্লাহ, কামাল মেম্বার তাদের মধ্যকার চলমান বিরোধ মীমাংসা করে আপস করিয়ে দেয় পুলিশ।
এ সময় তারা প্রায় ২০০-এর বেশি টেঁটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেয় এবং অঙ্গীকারনামা দেয় ।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহেদ আহামেদ বলেন, নরসিংদীর এই বিষয়টা আসলে ভিন্ন ধরনের। এরা কেউ পেশাদার অপরাধী না। তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে। বংশগত আধিপত্য বিস্তারেই মাঝেমধ্যে তাদের মধ্যে এ টেঁটাযুদ্ধটা হয়। এখানে যারা নেতৃস্থানীয় তারাসহ গ্রামবাসী সবাই আমাদের কাছে টেঁটা জমা দিয়েছেন। তারা সামনে আর এ ধরনের মারামারি করবে না, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে না। আমরা নিয়মিত তাদের সঙ্গে কথা বলব, যোগাযোগ রাখব। প্রতি সপ্তাহে, প্রয়োজনে প্রতিদিন আমাদের ডিউটি অফিসার যখনই প্রয়োজন আসবেন। চেয়ারম্যান সাহেব যাবেন। আমরা নিবিড় যোগাযোগের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন