নরসিংদীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের শনাক্ত
নরসিংদীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি চলতি জুন মাসে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। এর আগে ৫ জুন সর্বোচ্চ ৩০ জন ও ৭ জুন ৩২ জন শনাক্ত হয়।
শুক্রবার (২৫ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৫১২ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আইপিএইচ এর এই পরীক্ষায় ৩১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩জন, বেলাবতে ২জন ও পলাশে ১০জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ২৭৭০জন, শিবপুরে ৩৮২জন, পলাশে ৬৭২জন, মনোহরদীতে ২৫৫জন, বেলাবোতে ২০৪জন, রায়পুরাতে ২২৫জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ১১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১১৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন