নরসিংদীতে বিলুপ্তপ্রায় দেশীয় ফল নিয়ে পলাশে ফল উৎসব
নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দেশীয় ফল উৎসব। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে সকাল থেকে বিকেল অব্দি উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
উৎসব ঘুরে দেখা যায়, ১০ টি স্টলে ছিলো বিলুপ্তপ্রায় অর্ধশত ফলের সমাহার। আম, কাঠাল ছাড়াও সংগ্রহ ছিলো ডুমুর, করমচা, জাম্বুরা, ত্বীন ফল ইত্যাদি বিলুপ্তপ্রায় ফল। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন দাবী আয়োকজদের। অপরদিকে, দর্শনার্থী এবং শিক্ষার্থীরা নতুন নতুন ফলের সাথে পরিচিত হতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন।
এসময়, ঘোড়াশাল পৌর মেয়র মুজাহিদ হোসেন তুষার ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারসহ অন্যান্য অতিথীদের স্টল ঘুরিয়ে দেখান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন