নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এরপর পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরল হক শামীম, জেলা বিএনপি, সরকারি-বেসরকারি দপ্তরসমূহ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

দীর্ঘদিন পর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় জাতীয়তাবাদী দল বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এছাড়া নরসিংদীর পৌর পার্কে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন রয়েছে। তবে সরকারি নির্দেশনা না থাকায় এ বছর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ কিছু আয়োজন বাদ দেওয়া হয়েছে।