নরসিংদীতে রায়পুরায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
নরসিংদীর রায়পুরায় উপজেলা মৎস্য অফিসের বিশেষ অভিযানে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে জব্দকৃত জাল পুড়ানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলমসহ সহকারী মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলম ও সহকারী মৎস কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. হাবিব ফরহাদ আলম বলেন, মেঘনা নদী বেষ্টিত রায়পুরার চরাঞ্চলের অনেকেই মৎস্য শিকারের পেশায় নিয়োজিত। মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য আনুমানিক ৮৪ হাজার টাকা।
তবে কেউ যেন ক্ষতিকর ও নিষিদ্ধ জালে মাছ শিকার করতে না পারে সেজন্য মৎস্য অফিসের তৎপরতা অব্যাহত থাকবে। জব্দ করে উপজেলায় আনা জালগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুড়িয়ে বিনষ্ট করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন