নরসিংদীতে রায়পুরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সুজন মিয়া (৩৫) সহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক রয়েছে।

নিহত লাভলী আক্তার উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। তিনি ২ মাস আগে বাহরাইন থেকে দেশে আসেন। তাদের সংসারে ২ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে সুজন মিয়ার সাথে লাভলী আক্তারের বিয়ে হয়। তারপর সুজন বাহরাইনে ছিলেন কয়েক বছর। দেশে আসার পর থেকেই স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো।

শনিবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী লাভলী বেগমের পেটে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।

রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছি। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। স্বামীসহ সবাই পলাতক রয়েছে। নিহতের সুরতাল করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।