নরসিংদীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন হয়েছে।
১৭ জুন শনিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে নাদিম হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাগর রনিসহ সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন। জামালপুরের সাহসী সাংবাদিক নাদিম ক্ষমতাশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তাদের হামলার শিকার হয়ে মারা গেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক হলধর দাস, সঞ্জিত সাহা, সুমন বর্মণসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত হামলা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন