নরসিংদীর ঘোড়াশালে নব-নির্বাচিত পৌর পরিষদের দোয়া মাহফিল
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের মাঠে প্রায় ৬ হাজার মানুষের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারল আশরাফ খান দিলিপ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামরল আশরাফ খান পোটন।
ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদীর সাবেক পৌর মেয়র কামরজ্জামান কামরল ও জেলা এবং উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামীলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রায় ৬ হাজার মানুষকে গণভোজ করানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন