নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ল মাদ্রাসার ৩টি ঘর
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ এলাকায় একটি মাদ্রাসার তিনটি টিনের ঘর আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মাদরাসাতুত তাওহীদ বেগমাদবাদ মাদ্রাসায় এ অগ্নিকারে ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে এক ঘন্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরসহ আসবাপত্র ভষ্মীভূত হয়ে যায়। এতে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মাদ্রাসার প্রিন্সিপাল মো. হাবিবুর রহমানের।
মো. হাবিবুর রহমান জানান, শীতের কারণে টিনের ঘর থেকে শিক্ষার্থীদের সরিয়ে পাশের বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এর পর থেকে ঘরগুলো ফাঁকাই ছিল। সেখানে চাল, ডাল, জ্বালানি কাঠসহ আসবাপত্র রাখা ছিল। রাত সাড়ে ১১টায় আগুন লাগে। এতে ঘরসহ সবই পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত বিষয়ে জানাতে পারেননি তিনি।
রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারক আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। উক্ত অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন