নর্দান ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উদযপান উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-১৬ ডিসেম্বর, শনিবার এক আলোচনা সভার আয়োজন করে। নর্দান ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাক ড. নজরুল ইসলাম, বিশিষ্ট লালন গবেষক শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ারুল করিম।
বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বিজয় দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং বিজয়ের রং হৃদয়ে ধারণ করতে হবে, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। তবেই তোমাদের মধ্যে দেশপ্রেম যথাযথভাবে কাজ করবে।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন