নানা আয়োজনে শেরপুর কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় শেরপুর সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার পরে কলেজের শিক্ষক মিলনায়তনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন ও স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ ও অতিথিরা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।