নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রীসহ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/rupgonj-pho-2-dt-14.12.2021-.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)সহ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারী মুড়াপাড়া কলেজের আয়োজনে কলেজ অডিটরিয়ামে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা ও আলোচনা সভায় ছাত্র সংসদের এজিএস আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
অন্যনদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদেীসি আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমার দাস, সহকারী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ, সাবেক ভিপি মনির হোসেন, বর্তমান ভিপি সাইফুল ইসলাম তুহিন সহ অনেকে।
এসময় সরকারী মুড়াপাড়া কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন