নারী ভোটার ট্রাম্প জামাতা কুশনার!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার গত আট বছর ধরে নির্বাচনে নারী ভোটার হিসেবে ভোট দিয়েছেন। ভোটার নিবন্ধন তালিকায় ট্রাম্প জামাতার নাম ‘নারী’ ভোটার হিসেবে নিবন্ধিত আছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ভোটার নিবন্ধন রেকর্ডে প্রেসিডেন্টের এই উপদেষ্টার সব পরিচয়ই আছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ শান্তি উপদেষ্টা কুশনার ভোটার নিবন্ধন তালিকায় নারী হিসেবে নিবন্ধিত আছেন।
ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করেন কুশনার। ২০০৯ সালের নভেম্বর মাসে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন। এ সময় ভুল করে লিঙ্গ বাছাইয়ের বক্সে ‘নারী’ হিসেবে পূরণ করেন কুশনার। এই ভুল মার্কিন গবেষণা সংস্থা আমেরিকান ব্রিজের নজরে আসে।
আমেরিকান ব্রিজের মুখপাত্র ব্রেড বেইনাম কুশনারের সমালোচনা করে বলেন, কুশনার তার ভোটার তালিকার মৌলিক তথ্য দিতেই তালগোল পাকিয়ে ফেলেছেন। তার মতো ব্যক্তি কিভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনবে। প্রেসিডেন্টের জামাতা না হয়ে যদি সে অন্য কোনো ব্যক্তি হতো তবে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংসে কি চাকরি থাকত?
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করার জন্য নিরাপত্তা ছাড়পত্রে কয়েকবার ভুল করেছেন বলেও কুশনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। হোয়াইট হাউসের সিকিউরিটি ক্লিয়ারেন্স কাগজ ভুলভাবে পূরণ করেন তিনি এবং পরে বেশ কয়েকবার সংশোধন করাও হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন