নাসিব সীমান্ত পুনরায় চালু করল সিরিয়া
জর্ডান সংলগ্ন নাসিব সীমান্ত পুনরায় খুলে দিয়েছে সিরিয়া সরকার। শনিবার থেকে এ সীমান্ত দিয়ে পণ্য চলাচল করবে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। বিদ্রোহীরা দখলে নেয়ায় তিন বছর বন্ধ থাকার পর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ সীমান্তটি পুনরায় চালু করলো সিরিয়া। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
নাসিব সীমান্ত হলো সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। ২০১৫ সালে বিদ্রোহীরা এটি দখল করে নেয়। এই সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক তুরস্ক থেকে উপসাগরীয় অঞ্চল এবং লেবানন থেকে উপসাগরীয় অঞ্চলে চলাচল করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাক এবং অন্যান্য পরিবহন গুলো এখন এ সীমান্তে চলাচল করবে।
২০১১ সালে দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিবছর প্রায় কয়েক হাজার কোটি ডলার মূল্যের পণ্য এ সীমান্ত দিয়ে পরিবহণ করা হতো। সীমান্তটি বন্ধ থাকায় সিরিয়া এবং এর প্রতিবেশি দেশগুলোর অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই সীমান্ত পুনরায় খুলে দেয়ায় সে ক্ষতি কিছুটা হলেও কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।
জুলাইয়ে সরকার সমর্থিত আসাদ বাহিনী এই অঞ্চলটি পুনরায় দখলে নেয়ার পর দামেস্ক সেপ্টেম্বরে জর্ডানের সঙ্গে সীমান্তটি দিয়ে পুনরায় পণ্য চলাচলের ব্যাপারে আলোচনা শুরু করে।
উল্লেখ্য, আসাদ সরকার তার মিত্র ইরান এবং রাশিয়ার সহযোগিতায় দেশটির বেশিরভাগ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল নিয়ন্ত্রণে নিতে সমর্থ হয়। তবে, সরকারি বাহিনী এবং মিত্র দেশুগলোর হামলায় দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ঘরছাড়া হয়েছে প্রায় কয়েক লাখ মানুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন