নাসিমের প্রতিদ্বন্দ্বী কনকচাঁপা
একজন বর্তমান সাংসদ আর একজন গানের তারকা। তাদের পথ সম্পূর্ণ ভিন্ন হলেও এবার একই আসনের জন্য লড়বেন দুজনই। তাদের একজন হয়েছেন নৌকার মাঝি আর অপরজন লড়বেন ধানের শীষের হয়ে। যে দুজনার কথা বলছি তারা পরিচিত মুখ। বলছি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবং কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কথা।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে ধানের শীষের পক্ষে লড়বেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে সিরাজগঞ্জ-১ আসনে লড়তে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন মোহাম্মদ নাসিম।
এদিকে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন