নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পান দীপিকা
শুরুটা হয়েছিল শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। তারপর একে একে সাড়া জাগানো ছবির মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় নিজেকে মেলে ধরেছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ২০১৬ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপে শীর্ষ আয়ের অভিনেত্রীও হয়েছিলেন তিনি।
তারচেয়েও অবাক করা ব্যাপার হলো বলিউডের প্রথা ভেঙে দীপিকাও এখন নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। এর আগে এমনটি শুধু কঙ্গনাই করতেন। ‘কুইন’ ছবিটি হিট হওয়ার পরই কঙ্গনা তার পরবর্তী ছবিগুলোতে সহ অভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক ছাড়া কাজ করছেন না।
একইভাবে ‘পদ্মাবতী’ ছবিটিতে দুই নায়ক রনভীর সিং ও শহিদ কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন দিপীকা পাড়ুকোন। শুধু তাই নয় এখন থেকে তিনি পারিশ্রমিকের এ অঙ্কে আর কমাবেন না বলেও জানিয়েছেন দীপিকার ম্যানেজার। নায়ক যতো নেবেন তার পারিশ্রমিক হবে নায়কের চেয়ে খানিক বেশি।
আগামী ১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়ার কথা রয়েছে পরিচালক সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ইতিহাস নির্ভর ছবি ‘পদ্মাবতী’। এ ছবি দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন দীপিকা এটাই দাবি করছেন বলিউড বোদ্ধারা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন