নিউইয়র্কে হামলাকারীর বিচারের দাবি বাংলাদেশের

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে সোমবারের সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।

ওই হামলার নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানায় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির প্রতি বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার নিউইয়র্ক সিটিতে সোমবারের ঘটনাসহ বিশ্বের যে কোনও স্থানে যে কোনও ধরনের সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের নিন্দা জানায়’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ধর্ম কিংবা জাতিগত পরিচয় যাই হোক না কেন একজন সন্ত্রাসীর পরিচয় হলো সন্ত্রাসী। তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’।

উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটনে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পর আহতাবস্থায় আকায়েদ উল্লাহ নামে ২৭ বছর বয়সী একজন গ্রেফতার করা হয়। পেশায় টেক্সি চালক এ তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত।