নিজ অনুসারীদের মনোনয়ন না দিলে তিনি নির্বাচনে যাবেন না রওশন
জাতীয় পার্টির দলের ভেতরের বিভেদ না মিটিয়েই মনোনয়ন তালিকা ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও নিজ অনুসারীদের মনোনয়ন না দিলে তিনি নির্বাচনে যাবেন না। রওশনপন্থী একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টি সূত্র জানায়, দলের বিবদমান দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করতে একজন অরাজনৈতিক ব্যক্তি কাজ করছেন।ওই ব্যক্তি দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
দলীয় সূত্র জানায়, রওশন তাঁর পছন্দের কয়েকজন নেতার নাম দিয়ে বলেছেন, তাঁদের মনোনয়ন দিতে হবে। ছেলে সাদ এরশাদকে রংপুর-৩ আসনে মনোনয়ন দিতে হবে।
বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, রওশন এরশাদ সবাইকে নিয়ে নির্বাচনে যেতে চান। তিনি বলেন, তাঁদের নির্বাচনে যাওয়ার মতো ব্যবস্থা রাখেনি দলের চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারীরা। তাঁদের মনোনয়ন ফরমও দেওয়া হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন