নিজের দেশে টেস্টে হোয়াইটওয়াশ পাকিস্তান
ঘরের মাঠে টেস্ট হারের বিত্ত থেকে যেনো বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান। করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনে বাবর আজমদের আট উইকেটে হারিয়েছে বেন স্টোকসরা। এ নিয়ে ঘরের মাঠে টানা চারটি টেস্টে তাদের পরাজয় হলো।
প্রথম দুই টেস্ট জয় করে, আগেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছিল ব্রিটিশরা। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে, ১৬৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দিনশেষে দুই উইকেট হারিয়ে ১১২ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৫৫ রান। কিন্তু আর কোনো উইকেট না হারিয়েই, জয়ের লক্ষে পৌঁছে যায় ইংল্যান্ড। ডাকেট ৮১ এবং অধিনায়ক স্টোকস ৩৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশে লজ্জা দিলো ব্রিটিশরা। সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডে ৭৪ রানে জয়ের দেখা পায় ইংল্যান্ড।। দ্বিতীয় ম্যাচে, মুলতানে পাকিস্তানকে মাত্র ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে তারা।
ম্যাচে শতক করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা। একই সাথে সিরিজে অসাধারণ পারফর্মেন্সের জন্য সিরিজ সেরাও হয়েছেন তিনি। সিরিজে তিনিটি সেঞ্চুরির সাথে সর্বোচ্চ ৪৬৮ রান করা এই ব্যাটার, পেয়ছেন সিরিজ সেরার পুরস্কারও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন