নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারে করণীয়
নিরাপদ গ্যাস সিলিন্ডারের ব্যবহারবিধি যথাযথভাবে অনুসরণ না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলপিজি সিলিন্ডারের সঠিক ব্যবহার সম্পর্কিত নিম্নলিখিত সতর্কতা অবলম্বনের জন্য বিস্ফোরক পরিদপ্তর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারে করণীয়
• গ্যাস সিলিন্ডার অন বা চুলা জ্বালানোর আগে দরজা/জানালা খুলুন;
• আগে ম্যাচের কাঠি জ্বালান, তারপর চুলা জ্বালান;
• রান্নাশেষে প্রথমে চুলা বন্ধ করুন, তারপর সিলিন্ডারের সংযোগ বন্ধ করুন;
• সোজা/খাড়াভাবে সিলিন্ডার সংরক্ষণ করুন;
• বাতাস চলাচল করে এমন স্থানে সিলিন্ডার সংরক্ষণ করুন;
• সিলিন্ডারের ভাল্বের সাথে সামঞ্জস্যপূর্ণ রেগুলেটর ব্যবহার করুন;
• গ্যাসের গন্ধ পেলে লাইট ফ্যানসহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন।
তথ্যবিবরণী-পিআইডি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন