নির্বাক ভালোবাসা || জাহানারা জামান
নির্বাক ভালোবাসা
জাহানারা জামান
তোমার রঙিন বিকেলগুলো
মিষ্টি আলোয় ভরা,
আমার বিকেল নির্জনতায়
কষ্ট দিয়ে মোড়া।।
বছর শেষে তোমার আসে
বিশেষ কিছু দিন,
পাড়ায় পাড়ায় ঘুরে আমি
শুধি অনেক ঋণ।।
তোমার বুকে স্বপ্ন খেলে
দোলে দোদুল দোল,
আমার গুলো বোবা মুখের
ফোটাতে চায় বোল।।
তোমার মহল ঝাড়বাতিতে
হাজার রঙের মেলা,
আমার কুড়ে ঘরের পাশে
জোনাক করে খেলা।।
স্বপ্নের বাসর ঘুমের মাঝে
ভরায় তোমার মন,
রাত যে আমার স্বপ্নবিহীন
কষ্টে কাটে ক্ষণ।।
ঘুম ভাঙ্গে যে তোমার চোখের
গরম চায়ের কাপে,
আমার চোখে তন্দ্রা নামে
রাতের অভিশাপে।।
দিনের আলোয় হর্ণ বাজিয়ে
দিচ্ছো কাজে দৌঁড়,
রাত জেগে যে ঢুলছি ঘুমে
হয় না আমার ভোর।।
তুমি মানুষ, আমিও মানুষ
বিভেদ কত শত,
তবুও তোমার জীবন চলা
হয় না মনের মত।।
পথ চলা যে থমকে গেছে
তোমার কাছে এসে,
নীরবতায় রইবো চেয়ে
তোমায় ভালোবেসে।।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন