মওদুদ-বুলুর ফোনালাপ ফাঁস
‘নির্বাচন থেকে বিএনপিকে সরে যেতে বলেছিলেন তারেক’
নির্বাচন থেকে বিএনপিকে সরে দাঁড়াতে বলেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, কিন্তু তাতে সায় দেননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনলাইনে ফাঁস হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর ফোনালাপে বেরিয়ে এসেছে এমন তথ্য। অডিওতে এ বিষয়ে আরো আলাপ করতে শোনা যায় দুই বিএনপি নেতাকে।
বুলু: মওদুদ ভাই, আসলামুয়ালাইকুম।
মওদুদ: হ্যা বুলু, বলো ভাই।
বুলু: ভাই এখন কি করবেন? ২৮ তারিখেও টাকা খরচ করে বসে থেকে লাভ কি? ৩০০ আসনে আমরা ইয়ে করে দেই।
মওদুদ: গত ১৫ দিন ধরে বলতেছি, আমার কথা শোনো না। তোমার মহাসচিব এখন আমার ফোন ধরে না।’
বুলু: মহাসচিব কি সাপের ঠ্যাং দেখছে নি।
মওদুদ: রাতে তারেক রহমান ফোন করলো। আমি ওনাকে বলছি মহাসচিব ফোন ধরে না সে নিশ্চয় জানে। মহাসচিবকে শেষবার ফোন করে আমি অনেক কড়া ভায়ায় কথা বলেছি। তারেক রহমানকে আমি পুরোটা বলেছি, দেখেন ইলেকশন করার কথা ছিল আন্দোলন করার জন্য। আপনাদের আন্দোলনের ইস্যু কই তৈরি করছেন আপনারা?
আমরা বলতাম এই ইসির আন্ডারে নির্বাচন আমরা করবো না, ফিনিশ।
তারেক রহমান বললো, ‘আপনারা সিনিয়ররা বসে আপনারা বলেন।’
মওদুদ: আমি বলেছি সিনিয়রদের এখানে কি করার আছে। একটা মিটিং পর্যন্ত করলো না মহাসচিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন