নির্বাচন পর্যন্ত জেলেই থাকছেন নওয়াজ-মরিয়ম

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সম্প্রতি অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় লন্ডন থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন নওয়াজ ও তার কন্যা মরিয়ম। এরপর থেকেই রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালাতে কারাবাস করছেন তারা। একই মামলায় সাজা মিলেছে মরিয়মের স্বামী মুহাম্মদ সফদরেরও।

কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন তারা তিনজন। তবে সেই আপিলের শুনানি চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত রেখেছে হাইকোর্ট। যা থেকে এটা স্পষ্ট যে, ২৫ জুলাই অর্থাৎ ভোট পর্যন্ত জেলে থাকতেই হচ্ছে নওয়াজদের।

আর তাদের জামিন না হওয়ায় নওয়াজকে নিয়ে নির্বাচনের আগে তার দলের প্রচারের পরিকল্পনাও ভেস্তে গেছে।

তবে নওয়াজ নির্বাচনী প্রচারে না থাকতে পারলেও তার হয়ে দলেও হাল ধরেছেন কন্যা মরিয়মের ছেলে জুনায়েদ সফদর। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে পড়া জুনায়েদ সম্প্রতি পাকিস্তানে এসে নেমে পড়েছেন প্রচারে। আগামী কয়েক দিন বেশ কয়েকটি জনসভা করার কথা রয়েছে তার।