‘নির্বাচন স্থগিত করেছেন আদালত, সরকারের কিছু করার নেই’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাচন স্থগিত করেছেন আদালত। এখানে সরকারের কিছু করার নেই।

রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, জিসিসি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু জেনেছি তা হলো, সাভারের শিমুলিয়া ইউনিয়নে ছয়টি মৌজা গাজীপুর দেয়া নিয়ে মামলা হয়েছে। এ মামলার পর আদালত রায় দিয়েছে। আদালত স্বাধীন।

‘হাছান মাহমুদ ছুটিতে তাই, উদ্ভট কথা বলার দায়িত্ব ওবায়দুল কাদেরের’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আমি কোনো ছুটিতে নেই। গতকাল এমনকি তার আগেও মিডিয়ার সামনে কথা বলেছি।

তিনি আরও বলেন, তাদেরকে (বিএনপি) অনুরোধ জানাবো সকাল বিকেল মিথ্যাচার না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আলাদত তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। বিএনপি কোনো ধরনের সন্ত্রাসী সংগঠন তা ২০১৩-১৫ সাল পর্যন্ত আমরা দেখেছি। এমনকি তারা ক্ষমতায় থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।