‘নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি’
বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান সরকারে অধীনে ২০১৯ সালের যে জাতীয় নির্বাচন হবে, তাতে বিএনপিকে আসতে হবে। না এলে তারা অস্তিত্ব সংকটে পড়বে।’
শনিবার ভোলার গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে কর্মীসভায় এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে নির্বাচন পরিচালনা করবে। আর সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
খালেদা জিয়ার সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মনে অনেক কষ্ট। কারণ তিনি ক্ষমতায় নাই, বিরোধীদলেও নাই। এ নিয়ে খুব শঙ্কায় আছেন। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের মামলাসহ অনেকগুলো মামলা আছে। বিদেশে টাকা পাচারের মামলায় বিদেশ থাকা তার এক ছেলের জেল হয়েছে।’
বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে চলমান রাখতে আওয়ামী লীগকে আবারো ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
কর্মীসভায় জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক এবং চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন