নির্বাচনের কারণে বিপিএল নিয়ে শংকা!
নভেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে নভেম্বরের পরিবর্তে বিপিএলের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয় জানুয়ারিতে। কিন্তু এখনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। যে কারণে বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশাবাদী নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে।
সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, ‘আমাদের সবার ধারণা, যদি ডিসেম্বরে কোনো এক সময়ে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে বিপিএল শুরু করতে পারব। এখনো পর্যন্ত সেটাই জানি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সেটি হলে ৪ অথবা ৫ জানুয়ারি বিপিএল শুরু হবে।’
ডিসেম্বেরে জাতীয় নির্বাচন হওয়া কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি। যে কারণে বিসিবিও চিন্তিত বিপিএল আয়োজন নিয়ে।
এ ব্যাপারে বিপিএল টেকনিক্যাল কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি যে কবে নির্বাচন হবে। যদি নির্বাচনের তারিখ পিছিয়ে যায় সে অনুযায়ী আমরাও বিপিএলে তারিখ ঘোষণা করব।’
বিসিবির এই পরিচালক বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী হলেও বাস্তবতা হচ্ছে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলে জানুয়ারিতেই ফ্রি সময় পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর আবার ব্যস্ত সূচি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে হবে নিউজিল্যান্ডে। যে কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপিএল আদৌ আয়োজন সম্ভব হবে কি না তানিয়ে রয়েছে রাজ্যের শংসয়।
এ ব্যাপারে বিসিরিব এই পরিচালক বলেন, ‘যদি নির্বাচন জানুয়ারিতে হয়, তখন কী করব এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আগের সূচি ধরে এগোচ্ছি আমরা।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন