নীলফামারী এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয মাঠে প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ-উজ-জামান সরকার, যিনি কিশোরগঞ্জ উপজেলার দায়িত্বের পাশাপাশি জলঢাকার অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।