নীলফামারীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”চেতনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)এর উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় নীলফামারী বড় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নীলফামারী বড় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর উপজেলার ১৫ টি ইউনিয়ন অংশগ্রহণে মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। পরে আজ বৃহস্পতিবার চড়াইখোলা ইউনিয়ন বনাম টুপামারী ইউনিয়নের মাঝে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দানামে।
ফাইনাল ম্যাচে চড়াইখোলা ইউনিয়নকে পরাজিত করে টুপামারী ইউনিয়ন ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান জেলা প্রশাসক, নীলফামারী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আ খ ম আলমগীর সরকার, সভাপতি, জেলা বিএনপি,নীলফামারী, দীপঙ্কর রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নীলফামারী, মোহাম্মদ সাইদুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার নীলফামারী, জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীলফামারী, মোঃ আশরাফুল হক, উপজেলা নির্বাহী অফিসার সদর নীলফামারী, মোঃ আলমগীর হোসেন, সেক্রেটারি, উপজেলা ক্রীড়া সংস্থা নীলফামারী সদর।
ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান আশিক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী এবং ইসমাইল হোসেন, ছাত্র প্রতিনিধি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন